হিরােক খাঁন : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়ীবাঁকা বাজার কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার বিকেল ৫ টার দিকে আলোচনার মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ তুরাব আলী।
কমিটির সাবেক সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন।
এসময় সাবেক শিক্ষক মোঃ কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী রসূল, ডেকোরেটর ব্যবসায়ী মোজাম্মেল, মেহেরপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বেল্টু, ডাক্তার মোঃ নজরুল ইসলাম, সেলিম রেজা, শামীম, ফরিদ মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ বাড়ীবাঁকা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমিটির ঘোষণা করার পর সেখানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :