মেহেরপুরে মােটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলাে কৃষকের


admin প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ১:৫১ অপরাহ্ন /
মেহেরপুরে মােটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলাে কৃষকের

মােয়ার্জেম হােসেন : মেহেরপুরে দ্রুতগামি মােটরসাইকেলের ধাক্কায় ফাজিল মল্লিক (৬৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক শ্রাবণ হােসেন (২০) আহত হয়েছেন। নিহত ফাজিল মল্লিক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত ইজু মল্লিকের ছেলে। এবং আহত শ্রাবণ মেহেরপুর জেলা শহরের মল্লিক পাড়ার বাসিন্দা।

আজ বুধবার বিকেল ৩টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিএডিসি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রাবণ মোটরসাইকেল যােগে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিকে ইজু মল্লিক মাঠের কাজ সেরে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক পার হচ্চিলেন। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনেই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান কৃষক ফাজিল মল্লিক। আহত হন মােটরসাইকেল চালক শ্রাবণ। আহত শ্রাবণকে পথচারীরা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।