গাংনীর চােখতােলা এলাকায় সেনাবাহিনীর অ-ভি-যা-নে পি-স্ত-ল-ক-ক-টে-ল বাে-মা উদ্ধার


admin প্রকাশের সময় : মে ১২, ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন /
গাংনীর চােখতােলা এলাকায় সেনাবাহিনীর অ-ভি-যা-নে পি-স্ত-ল-ক-ক-টে-ল বাে-মা উদ্ধার

আবুল কালাম আজাদ  : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক এলাকায় ডা-কা-তি-র প্রস্তুতিকালে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে ডা-কা-ত-দে-র ফেলে যাওয়া ১টি পি-স্ত-ল, ৫টি ক-ক-টে-ল বো-মা ও ৪০ গ্রাম গাঁ-জা উদ্ধার করেছে সেনাবাহিনীর একটিদল।

রােববার (১১মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অ-ভি-যা-ন চালিয়ে অ-স্ত্র-বাে-মা ও মা-দ-ক উ-দ্ধা-র করে।

জানা গেছে, গাংনী উপজেলার চােখতােলা এলাকায় ডা-কা-তে-র একটিদল, ডা-কা-তি-র প্রস্তুতি নিচ্ছে, এমন গােপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ফারহান ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অ-ভি-যা-ন পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডা-কা-ত-দল পালিয়ে যায়। এসময় ডা-কা-ত-দে-র ফেলে যাওয়া অ-স্ত্র,ক-ক-টে-ল বাে-মা ও গাঁ-জা উদ্ধার করা হয়।

মেহেরপুর সেনা ক্যাম্প সূত্র জানায়,ডা-কা-ত-দলের সদস্যরা মােটরসাইকেলযােগে অ-স্ত্র-বাে-মা নিয়ে অবস্থান করছিল। সেনাবাহিনীর একটিদল সেখানে পৌঁছানাের সাথে সাথে তারা অ-স্ত্র-বাে-মা ফেলে গেলেও তাদের ব্যবহৃত দুটি মােটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।