গাংনীতে নবাগত ইউএনও’র সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মে ২৫, ২০২৫, ১০:০১ অপরাহ্ন /
গাংনীতে নবাগত ইউএনও’র সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনী নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় ইউএনও আনোয়ার হোসেন বলেন, উন্নয়ন, সুশাসন ও জনসেবার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি কার্যকর প্রশাসন গঠন করা সম্ভব। আপনারা তথ্যভিত্তিক এবং জনস্বার্থে সংবাদ পরিবেশন করে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আগামীতেও আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, গাংনী উপজেলা আমার নতুন কর্মস্থল। এখানে মানুষের জীবনমান উন্নয়নে, দুর্নীতি হ্রাস ও সরকারি সেবার মান বাড়াতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের পাশে চাই।

মতবিনিময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আ স ম মাহফুজ কল্লােল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোত্তালেব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সাহাজুল ইসলাম সাজু, তোফায়েল হোসেন, এবি সিদ্দীকি শাহীন, লিটন মাহমুদ প্রমুখ।

এছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় অংশ নেন। সকলে একযোগে উন্নয়ন ও জনসেবার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।