স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর ও পাকুড়িয়া গ্রামের মধ্যরবর্তি সড়কে পথচারীদের গতিরােধ করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা পরপর ২টি ককটেল বিস্ফােরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটে ঘটে।
স্থানীয়রা জানান,রাতে ব্যবসা শেষে এক বেকারি ব্যবসায়ি বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে খড়মপুর-পাকুড়িয়া গ্রামের মধ্যেবর্তি সড়কে ৪-৫জনের একদল ছিনতাইকারি অস্ত্রের মুখে পথচারীদের গতিরোধ করে। এসময় পথচারীদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এবং বাইসাইকেল আরােহীকে গাছের সাথে বেঁধে রাখে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীদের অবস্থান বুঝতে পেরে এক মােটরসাইকেল আরােহী দ্রুতগতি পালিয়ে যায়। ওই মােটরসাইকেল আরােহীকে ধরতে ছিনতাইকারীরা ২টি ককটেল বিস্ফােরণ ঘটায়। সেই সাথে ঘটনাস্থল ত্যাগ করে।
ককটেল বিস্ফােরণের শব্দ শুনে এলাকাবাসি ঘটনাস্থলে পৌঁছানাের আগেই ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করে।
আপনার মতামত লিখুন :