গাংনীতে ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন /
গাংনীতে ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনীতে ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে জেলার গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রাম সংলগ্ন ব্রিজের ওপর বোমা সাদৃশ বস্তুগুলাে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ব্রিজের ওপর এই বস্তুগুলো রেখে সড়কের ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিল। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, বােমা আকৃতির বস্তুগুলো উদ্ধার করা হয়েছে এবং সেগুলো নিরাপদ স্থানে নিয়ে পরীক্ষা করা হবে। তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম চলছে।