মেহেরপুরে মিলন হত্যা মামলার রায়ে সকল আসামী খালাস : কাঠগড়ায় আসামীর সিজদা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ২:৩৯ অপরাহ্ন /
মেহেরপুরে মিলন হত্যা মামলার রায়ে সকল আসামী খালাস : কাঠগড়ায় আসামীর সিজদা

সাহাজুল সাজু : : মেহেরপুরের গাংনীতে চাঞ্চল্যকর হাসানুজ্জামান মিলন হত্যা মামলায় নি*হত মিলনের স্ত্রী মানছুরাসহ সকল আসা*মীকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার বিকালের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মনজুরুল ইমাম মামলার সকল আসামীকে বেকসুর খালাস দেন।

জানা গেছে,২০১৬ সালের ২৫ এপ্রিল সকালে জেলার গাংনী উপজেলা শহরের সিনেমা হলপাড়াস্থ জিল্লুর দারোগার নির্মাণাধীন বিল্ডিং এর পিছনের বাগানের মধ্যে থেকে হাসানুজ্জামানের মিলনের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনা মিলনের বাবা আব্দুল হামিদ বাদি হয়ে মিলনের স্ত্রী মানছুরা খাতুন, তার দুলাভাই আব্দুর রশিদ, মানছুরার ছোট বোন মছনয়ারা খাতুন মুন্নি এবং ব্যবসায়ী মোজাম্মেলকে আসামি করে গাংনী থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬, জি আর কেস নং ১২৯/২০১৬। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা নামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর কালার দেন। মামলার রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিউটের আবু সালেহ মোহাম্মদ নাসিম। এবং আসামীদের পক্ষে একেএম শফিকুল আলম, একেএম জিল্লুর রহমান কৌশলি ছিলেন। এদিকে মামলার রায় ঘোষণার সাথে সাথেই আসামি মানছুয়ারা এবং মছনুয়ারা খাতুন মুন্নি কান্নায় ভেঙে পড়েন। একই সাথে অপর আসামি আব্দুর রশিদ কাঠগড়াতে নামাজে দাঁড়িয়ে সেজদা দেন।