আবুল কালাম আজাদ : আজ পহেলা বৈশাখ। এ উপলক্ষে ঢাকা সাভারে বর্ণাঢ্য আয়োজন করা হয়। আয়ােজনের অংশ হিসেবে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়। ওই খেলায় অংশ নিতে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা প্রগতি তরুণ সংঘ লাঠিয়াল বাহিনী ঢাকার সাভারে যায়।
এ বাহিনীর খেলা দেখে সেখানকার হাজার হাজার দর্শক বিমােহিত হয়।
সহড়াতলা প্রগতি তরুণ সংঘ লাঠিয়াল বাহিনীর ওস্তাদ আনিসুর রহমান জানান,আমরা ঢাকায় খেলায় অংশ নিয়ে দর্শকদের মন ভরাতে সর্বােচ্চ দেওয়ার চেষ্টা করেছি। ফলে সেখানকার দর্শকের পক্ষ থেকে ভালােবাসা পেয়েছি।
আপনার মতামত লিখুন :