আবুল কালাম আজাদ : মেহেরপুরে মাদকবিরোধী ট্রাস্কফর্সের অভিযানে স্বামী স্ত্রী ও শ্বশুর-শাশুড়ীসহ ৫জনকে আটক করা হয়েছে। এসময় হেরোইন ও ৫ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন-মেহেরপুর জেলা শহরের মিয়াপাড়া এলাকার মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে চঞ্চল হোসেন (৪২),তার স্ত্রী সাগরিকা খাতুন (৩৮), তার শ্বশুর শহরের মল্লিকপাড়া এলাকার কিয়ামউদ্দীনের ছেলে মহিরউদ্দীন (৫৫), ও মহিরউদ্দীনে স্ত্রী চায়না খাতুন(৫০) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম (৪৫)।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এবং মিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৫জনকে আটক করা হয়। এসময়র ২০গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৫ লক্ষ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর যৌথ বাহিনীর একটিদল মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে শহরের মল্লিকপাড়া এবং মিয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মহির উদ্দীন ও চঞ্চল হোসেনের বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। সেই সাথে মাদক বিক্রির ৫ লক্ষ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :