মেহেরপুরে ভলিবল টুর্ণামেন্টে জেলা পর্যায়ে গাংনী চ্যাম্পিয়ন  


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১:২০ অপরাহ্ন /
মেহেরপুরে ভলিবল টুর্ণামেন্টে জেলা পর্যায়ে গাংনী চ্যাম্পিয়ন  

আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

৩ টি দল (গাংনী, মেহেরপুর সদর ও মুজিবনগর )নিয়ে লীগ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে খেলায় গাংনী  উপজেলা ভলিবল দল মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা দলকে হারিয়ে সবোর্চ্চ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পক্ষান্তরে জেলার মেহেরপুর সদর উপজেলা ভলিবল দল ২ পয়েন্ট ও সবোর্চ্চ স্কোর নিয়ে রানার্স আপ লাভ করে।
শনিবার দুপুরে  ২ টার সময় অনুষ্ঠিত ৩ সেটের খেলায়  গাংনী উপজেলা ভলিবল দল  ২-০ সেটে মেহেরপুর সদর ভলিবল দলকে হারিয়ে  দর্শকদের মন কেড়ে নেয়।

তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ  গড়ার লক্ষ্যে ‘ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা  ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণাালয়াধীন  ক্রীড়া পরিদপ্তরের  বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়।
মেহেরপুর স্টেডিয়াম মাঠে শনিবার দুপুর ২ ঘটিকার সময় টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ভলিবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মেহেরপুর  এনডিসি সাজেদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী অফিসার খাইরুল ইসলাম,  মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল রকিব, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।

খেলায় খেলোয়াড় বাছাই ও সার্বিক ব্যবস্থাপনা এবং স্কোর বোর্ড সংরক্ষণে ছিলেন  গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিরুল ইসলাম অল্ডাম,  সুলেরী আলভী, জেলা ক্রীড়া সংস্থার আব্দুল মালেক,ছাত্র সমন্বয়ক সিয়াম, সাদ্দাম হোসেন প্রমুখ।
ভলিবল খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী এস এম সায়েম পল্টু, আতর আলী ও মশিউর রহমান বাজু ও রেফারী কামাল হোসেন প্রমুখ।
খেলা শেষে  ভলিবল ম্যাচের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের টিম ম্যানেজমেন্টের হাতে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  জেলা প্রশাসক সিফাত মেহনাজ।