মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


admin প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন /
মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপাের্টার : মেহেরপুরে উদযাপিত হয়েছে জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার বিকালে মেহেরপুর জেলা শহরের রেস্তোরাঁ স্বাদ বিলাসী-তে ইফতার মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন-এর মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মােস্তাফিজুর রহমান তুহিন অরণ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন এবং মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়ােজনের শেষ পর্যায়ে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।