স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রামের সিহাব রেজা প্রতারণা করে বিয়ে করে অবশেষে ফেঁলেন গেলেন। তার এই প্রতারণার ফলে চুয়াডাঙ্গা আদালতে যৌতুক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় চুয়াডাঙ্গা পুলিশ তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা জেল-হাজতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা গেছে, সহগলপুর গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে সিহাব রেজা মেহেরপুর জেলা শহরের পাসপোর্ট অফিস এলাকায় বেশ কয়েক বছর যাবত মনির এয়ার ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস ও এমএসটিসি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার পরিচালনা করে আসছেন। সিহাব তার প্রতিষ্ঠানের সাইন বাের্ডকে পুঁজি করে বিভিন্ন ব্যক্তিকে চড়া বেতনে বিদেশে কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। যার কারণে ভূক্তভােগীরা ইতাে মধ্যে মামলাও করেছেন। সিহাব গত বছরের ১৭ মে চুয়াডাঙ্গার পাঁচ কমলাপুর গ্রামের আজিজুন নাহার লাকি নামের এক নারীকে প্রতারণার মাধ্যমে বিয়ে করেন।
বিয়ের কয়েক মাস পর সিহাব ওই নারীর কাছে ২ লক্ষ টাকা যৌতুক নেন। পরবর্তিতে আরাে যৌতুকের দাবি করলে,লাকি আর যৌতুক দিতে নারাজ হন। সে থেকে তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিলেন। লাকি কােন উপায় না পেয়ে প্রতারক স্বামী সিহাবের নামে চলতি বছরের ৬ এপ্রিল চুয়াডাঙ্গা আদালতে যৌতুক আইনে একটি মামলা করেন। যার মামলা নং-সিআর ২৪৭/২৫। মামলার পর থেকে সে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গত ৫ মে চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করলে,বিজ্ঞ আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন।
আপনার মতামত লিখুন :