মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশীকে পুশব্যাক করল বিএসএফ


admin প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন /
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশীকে পুশব্যাক করল বিএসএফ

মুজিবনগর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশী নাগরিককে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক দেখিয়ে মুজিবনগর থানায় সোপর্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আজ রবিবার ভোর ৪ টার সময় মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মাঝপাড়া সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় ১০৫ নং ক্যাম্পের কমান্ডার মনমোহনের নেতৃত্বে বিজিবির একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন, যশোর জেলার পুলেরহাট এলাকার বাসিন্দা সাইফুল হাসান, সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের বাসিন্দা প্রজেনজিৎ দাশ, মাদারিপুর জেলার রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বাসিন্দা বিল্লাল শেখ, যশোর জেলার শার্শা থানার কন্যাদা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম,খুলনা জেলার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের বাসিন্দা সেজুতি রায়,নড়াইল জেলার সদর থানার পাংকোবিলা গ্রামের বাসিন্দা অর্চনা রানী সরকার, যশোর জেলার নওয়াপাড়া থানার বেদ্দনা গ্রামের বাসিন্দা দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস, জয়দেব বিশ্বাস।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সাজা শেষে তাদেরকে একত্রিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরের ভবেরপাড়া মাঝপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভিতরে ঠেলে দেওয়া হয়। সীমান্ত পার হওয়ার পরে তাদেরকে আটক করে তল্লাসি করে এবং ক্যাম্প হেফাজতে নেয় বিজিবি।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ১০ জনের একটি দলকে বিএসএফ সীমান্ত পার করে এদিকে ঠেলে দিয়েছে। তাদেরকে বিজিবি আটক করে থানায় সোপার্দ করেছে। বিজিবি পক্ষ থেকে তাদের নামে থানায় মামলা হয়েছে।