মুজিবনগর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগরে ২২০ বোতল পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পশ্চিম পাড়ার মাঠ থেকে এগুলাে উদ্ধার করা হয় ।
বিজিবি সূত্রে জানা গেছে, মুজিবনগর বিওপি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা মুজিবনগর উপজেলার বাংলাদেশের অভ্যন্তরে আনন্দবাস গ্রামের পশ্চিম পাড়ার মাঠে টহলে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাঁচারকারীরা প্লাস্টিকের বস্তায় ২২০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলগুলাে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :