মুজিবনগর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগরে দ্রুতগামি মােটরসাইকেলের ধাক্কায় জিল্লুর রহমান গাজী (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত জিল্লুর জেলার মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের বাসিন্দা।
রবিবার বিকেলে মেহেরপুর-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে জিল্লুর মাঠ দেখার জন্য সড়কে পার হচ্ছিলেন। এ সময় মুজিবনগর থেকে মেহেরপুরগামী দ্রুতগতি সম্পন্ন একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সড়কের উপরে ছিটকে পড়ে সে রক্তাক্ত জখম হয়। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান,নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :