স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের পােড়াপাড়া গ্রামে চুরি বেড়েছে। গত ১ মাসে অন্তত ৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে,গত ফেব্রুয়ারি মাসে দিনের বেলায় পােড়াপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াছিন আলীর বাগান বাড়ি থেকে ২টি সেচ পাম্প চুরি হয়েছে। এছাড়াও ওই গ্রামের নুর ইসলাম ওরফে খােকনের ছেলে জাহিদুল ইসলাম ও আব্দুল মান্নানের বাড়িতে চুরি হয়।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াছিন আলী জানান,আমি গ্রামের বাজারে অবস্থান করার কারণে,চােরেরা সুযােগ বুঝে দিনের বেলায় আমার বাড়ির আঙ্গিনার বাগান থেকে ২ দিনে ২টি সেচ পাম্প চুরি করে নিয়ে গেছে। আমার পাড়ার অনেকের সেচ পাম্প অরক্ষিত থাকলেও তাদের সেচ পাম্প চুরি হয় না। অথচ,আমার ঘেরা বাড়ি থেকে দিনের বেলায় চােরেরা দুটি সেচ পাম্প চুরি করে নিয়ে গেছে। এছাড়াও মাঝে মাঝে চােরেরা পাড়ার কয়েকটি বাড়িতে চুরি করতে এসে তাড়া খেয়ে পালিয়ে গেছে। আমার সেচ পাম্প চুরির বিষয়ে আমি গাংনী থানায় অবগত করেছি।
আপনার মতামত লিখুন :