গাংনীর দুটি  স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-২


admin প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন /
গাংনীর দুটি  স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-২

মাহফুজুর রহমান / আবুল কালাম আজাদ  : মেহেরপুরে দুটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২জন।

নিহতরা হলেন-জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সােহাগ হােসেন (৪০) ও একই উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হােসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৪)।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়।
ঘটনায় আহতরা হলেন-গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আলী হােসেনের ছেলে তারিক হােসেন (৩৫) ও তেঁতুলবাড়ীয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হােসেন (৩০)।
স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুরের দিকে আমজাদ একটি মােটরসাইকেলযােগে গাংনী শহরের দিক থেকে বামন্দী বাজারের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে তেরাইল ব্রিজের অদূরে ওলিনগর নামক স্থানে পৌঁছালে, একই দিকে সােহাগ ও তারিক অপর একটি মােটরসাইকেলযােগে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে আমজাদ এর মােটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় দুটি মােটরসাইকেলের ৩জনই গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় সােহাগ ও তারিক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক সােহাগকে মৃত ঘােষণা করেন।

অন্যদিকে,মঙ্গলবার দুপুরে মোস্তাফিজুর সাইকেল চড়ে সিন্দুরকৌটা গ্রামের মাঠে যাচ্ছিল। পথে মধ্যে একটি লাটাহাম্বার গাড়ী তাকে ধাক্কা দিলে,গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।