আবুল কালাম আজাদ /মাহফুজুর রহমান : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিএনপির সদস্যদের ভােটের মাধ্যমে কাথুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
ফেরদৌস ওয়াহেদ বেল্টু সভাপতি চেয়ার প্রতীক নিয়ে ২২৫ ভোটে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক ছাতা প্রতিকে ১৮৭ ভোট পেয়ে পরাজিত হন। এবং জাহাঙ্গীর আলম খান মোরগ প্রতীক নিয়ে ১৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দীন খান মই প্রতীক নিয়ে ১২১ ভোট পেয়ে পরাজিত হন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত কাথুলী ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান।
সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা রেজাউল হকের সভাপতিত্বে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ, আলফাজ উদ্দীন কালু, ইনসারুল হক ইন্সু, মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ কাথুলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
আপনার মতামত লিখুন :