স্টাফ রিপাের্টার : মেহেরপুরের গাংনীতে সাইন্স স্কোয়াড এর আয়োজনে- “সাইন্স অলিম্পিয়াড ২০২৫” অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ফেব্রুয়ারী) থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে সাইন্স স্কোয়াড।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এই বছরেও আমরা আয়োজন করতে চলেছি সাইন্স স্কোয়াড আয়োজিত “সাইন্স অলিম্পিয়াড ২০২৫” অলিম্পিয়াড এ থাকছে দুইটি ক্যাটাগরি। ক্যাটাগরি (A) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনী ও ক্যাটাগরি(B) নবম, দশম ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্য থেকে সাইন্সের ভীতি দূর করার জন্য আমাদের এই উদ্যোগ। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে অলিম্পিয়াড এর অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম।
রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্ক:
ক্যাটাগরি (A) https://forms.gle/EBPikwLAgK1f9p4p8
ক্যাটাগরি(B) https://forms.gle/6HKbQsLcY6qb15fe7
রেজিস্ট্রেশন ফি: ৯৯ টাকা। ঈদুল ফিতরের ৩/৪ দিন পরে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ভেন্যু: গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। অলিম্পিয়াডের পাশাপাশি থাকছে, স্পোর্ট কুইজ, দাবা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, সাইন্স প্রজেক্ট প্রদর্শন, মাইন্ড ক্যালকুলেশন।
আরো জানানো হয়, সমাজের মেধাবী, অসহায় শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ তৈরী করা, তারা যাতে ঝড়ে না যায় সেই বিষয় নিয়েও কাজ করছে সাইন্স স্কোয়াড। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্কুলে সাইন্স স্কোয়াডের টিম যেয়ে তাদের মাঝে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার এবং সাইন্সের বিষয়গুলোর প্রতি আগ্রহ সৃষ্টি করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ একটা টেকসই উন্নয়ন এর ভিত সৃষ্টি করা। দেশের উন্নয়নে সমাজের পরিবর্তনে আমাদের যাত্রা প্রবহমান নদীর মতো চলতেই থাকবে ইনশাআল্লাহ্।
যেকোনো প্রয়োজনে আফ্রিদি আহমেদ (কুয়েট)-01706-280799, আসাদুল্লাহ আল গালিব (রাবি)-01308-501463 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :