গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন /
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপাের্টার  : মেহেরপুরের গাংনীতে নিউ স্টার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইটভাটা মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেলে গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে অবস্থিত ইটভাটাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ইটভাটার মালিক তার দোষ স্বীকার করায় জরিমানা আদায় করা হয়। একই সময়ে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ইটভাটার মালিক বাবু বিশ্বাসের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।