কবিতা> জীবন যখন যেমন তানিয়া জামান


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন /
কবিতা> জীবন যখন যেমন তানিয়া জামান

জীবন যখন যেমন
তানিয়া জামান

এতো গভীরে ডুব দিয়ে আঁধারে কি খোঁজো,
কোনটাতে তোমার স্বস্তি মেলে
সেটা কি কখনো বোঝ।

কোনটা পেলে শান্ত হবে,
কোনটাতে মেলে আস্থা
কোনটা পেলে নষ্ট জীবন,
কোনটায় হবে সস্তা।

ভেবেছো কি কোথায় কেমন স্বার্থ মিশে একাকার,
কোথায় আবার অভাবে পড়ে
জীবন করে চিৎকার।

জীবন কখনো ডোবায় ফোঁটা উচ্ছ্বসিত পদ্ম,
কখনো আবার অগ্নিদাহে পুড়ে হচ্ছে দগ্ধ
ভাসা ডোবা মিলেয়ে জীবন একে অপরের সন্ধি,
মেনে নিলেই স্বাধীনতা আর বিরোধ করলেই বন্দি।