কবিতা-একটি বসন্তের অপেক্ষায় > তানিয়া জামান


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন /
কবিতা-একটি বসন্তের অপেক্ষায় > তানিয়া জামান

একটি বসন্তের অপেক্ষায়
তানিয়া জামান

বসন্ত এসে গেছে তুমি কি খোঁজ রাখোনি
আমি যে অধীর আগ্রহে সেই কবে থেকে
অপেক্ষা করছি একটা বসন্তের।
অনেকগুলো বর্ষা চলে গেছে কিন্তু ভেজা হয়নি আর
সেই কবে তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজেছিলাম
ঠিক মনেই পড়েনা।
অনেক টা সময় দেখতে দেখতে পার হয়ে গেছে
ঝরে গেছে সময়ের অনেক পাতা
আজ আবারো বসন্ত এসেছে
আমি কান পেতে শুনছি তার আগমনী সুর।
কতোগুলো বসন্ত একা কাটিয়েছি তুমি কি জানো!!
প্রতিবার ভেবেছি তুমি আসবে
চাতকের মতো পথ চেয়ে থেকেছি কতো কি ভেবেছি তুমি আসোনি।
কিন্তু আমি যে এখনো সেই আগের মতোই আছি
বড্ড পিপাসিত হয়ে একটি বসন্তের প্রতীক্ষায়।
এবরের বসন্ত টাও কি একাই কাটাবো
একবার দেখে যাও আমি সেই আগের মতোই আছি
আজো দু’চোখের কোনে বৃষ্টি নামে আবার বৃষ্টি শেষে রংধনু এসে রাঙ্গিয়ে দিয়ে যায়।
অনেক গল্প জমা আছে
এই অপেক্ষা যে খুব দীর্ঘ মনে হয়
এই বসন্তটা না হয় এবার একসাথে কাটাই
না হয় শেষ বারের মতো।
আমি যে আজো একটি বসন্তের অপেক্ষায় আছি
একা নতুন দিনের প্রতীক্ষায়।